আমার তেমন লেখালেখির অভ্যাস নাই…. তো কাজের কথা শুরু করি। এই পোস্টের বিষয় হল sysctl টুল দিয়ে কিভাবে কার্নেলের মেমরি/আই.ও. রিলেটেড প্যারামিটার অপ্টিমাইজ করা যায় তা দেখানো।
vm.swappiness
এই অপশন এর ভ্যালু কমায় দিলে কার্নেল যখন তখন সোয়াপ করবে না1। এইটার ডিফল্ট ভ্যালু 60 থাকে… তো যেইটা করতে হবে:
# /etc/sysctl.d/10-vm-swap.conf
vm.swappiness = 10
vm.vfs_cache_pressure
এই অপশন এর ভ্যালু ১০০ এর বেশি সেট করলে কার্নেল যত দ্রুত সম্ভব আইনোড ক্যাশ ক্লিয়ার করবে2। তবে এইটা বেশি দিলে সফটওয়্যার স্টার্ট নিতে সময় বেশি লাগতে পারে। ১০০০ এর উপরে সেট না করাই ভালো।
# /etc/sysctl.d/10-vm-cache.conf
vm.vfs_cache_pressure = 150
vm.dirty_*
এইটা আসলে একটা অপশন না। অপশন গুলা হচ্ছে
এই অপশন গুলা কার্নেলের বাফার সাইজ আর রাইটব্যাক টাইমআউট কন্ট্রোল করে। আর vm.dirty_background_bytes
এর সাইজ vm.dirty_bytes
এর অর্ধেক রাখা উচিত।
আর vm.dirty_writeback_centisecs
এ সেট করা সময় পর পর কার্নেল বাফারে যা আছে সব ডিস্কে রাইট করে, vm.dirty_expire_centisecs
এ সেট করা সময় পর পর
বাফার ফ্লাশ করে। আমার মতে vm.dirty_background_bytes
২ এমবি আর vm.dirty_bytes
৪ এমবি দিলেই যথেষ্ট।
আর vm.dirty_writeback_centisecs
এ ২০ মানে
0.2 সেকেন্ড পর পর বাফারের ডাটা ডিস্কে রাইট হবে, ফলে ডাটা হারানোর সম্ভাবনা কমবে।
# /etc/sysctl.d/70-dirty-bytes.conf
vm.dirty_bytes = 4194304
vm.dirty_background_bytes = 2097152
vm.dirty_expire_centisecs = 80
vm.dirty_writeback_centisecs = 20
kernel.nmi_watchdog
এই অপশন কার্নেলের নন মাস্কেবল ইন্টারাপ্ট ওয়াচডগ কন্ট্রোল করে7। ডেস্কটপ হ্যাং হলে যেহেতু ফোর্স রিবুট করা যায় এই জন্য আমাদের এইটা দরকার নাই যদিও এইটা ডিফল্ট এনাবল থাকে8।
kernel.nmi_watchdog = 0