আমি নিজেও এই ফ্রন্ট প্যানেলের জ্যাক ডিটেকশন নিয়ে ঝামেলায় ছিলাম, উইন্ডোজে তো রিয়েলটেক এর ড্রাইভার এর ইউআই দিয়ে ফিক্স করতাম, লিনাক্সে কেমনে… তো আমি প্রথমে alsa-profile এডিট করে জ্যাক ডিটেকশন বন্ধ করছিলাম… কিন্তু পালসঅডিও আপডেট করার পরে ঐ ফিক্স আর কাজ করে নাই…
এইজন্য আমি hdajackretask টুল টা ব্যবহার করে এইটা ফিক্স করেছি।
- প্রথমে
Advanced overrideএনাবল করেন।
- এরপরে
Pink Mic, Front sideঅংশেoverrideএনাবল করেJack detectionএNot Presentসেট করেন।
অন্য কোন অপশন ভুলেও চেঞ্জ করবেন না। - এরপর
Green Headphone, Front sideএরoverrideএনাবল করে এইখানেওJack detectionএNot Presentসেট করেন।
- এরপরে নিচে ডান দিকে
Install boot overrideবাটন ক্লিক করে সেভ করেন।
- এরপর রিস্টার্ট দেন।
কাজ শেষ…