বিকাশ বলিল,
“আসুন স্যার, আমাদের আছে সবচাইতে লম্বা বাঁশ, আমরাই পারি সেরা রেটে আপনার পশ্চাৎ মারিতে”।
“থামো”, বলিল নগদ,
“১৮ টাকায় পো₹ মারিয়া দেশের ক্ষতি করিতেছ তোমরা”
সুমধুর সুরে ডাকিয়া কহিল
“স্যার, আমরাই মারিব আপনার পশ্চাৎ, ১১ টাকা ৪৯ পয়সায়”।
এমএফএস এর বাঁশের আরতে বসিয়া ভাবিলাম কোনখানা নিবো, প্রশ্ন করিলাম
“আপনাদের দুই কোম্পানি ছাড়া আরও কোন কোম্পানির বাঁশ পাওয়ার উপায় আছে?"।
দূর থেকে কে যেন হাকিলো
“উপায় আছে, উপায় আছে”।
Credit: @imahbub