লিনাক্সে ফ্রন্ট প্যানেলের ইন/আউট জ্যাক ডিটেকশন বন্ধ করা

আমি নিজেও এই ফ্রন্ট প্যানেলের জ্যাক ডিটেকশন নিয়ে ঝামেলায় ছিলাম, উইন্ডোজে তো রিয়েলটেক এর ড্রাইভার এর ইউআই দিয়ে ফিক্স করতাম, লিনাক্সে কেমনে… তো আমি প্রথমে alsa-profile এডিট করে জ্যাক ডিটেকশন বন্ধ করছিলাম… কিন্তু পালসঅডিও আপডেট করার পরে ঐ ফিক্স আর কাজ করে নাই… এইজন্য আমি hdajackretask টুল টা ব্যবহার করে এইটা ফিক্স করেছি। প্রথমে Advanced override এনাবল করেন। এরপরে Pink Mic, Front side অংশে override এনাবল করে Jack detection এ Not Present সেট করেন। অন্য কোন অপশন ভুলেও চেঞ্জ করবেন না। এরপর Green Headphone, Front side এর override এনাবল করে এইখানেও Jack detection এ Not Present সেট করেন। এরপরে নিচে ডান দিকে Install boot override বাটন ক্লিক করে সেভ করেন। এরপর রিস্টার্ট দেন। কাজ শেষ…

ফেব্রুয়ারী 13, 2021 · 1 min · Mubashshir