এমএফএস এর বাঁশের আড়ত

বিকাশ বলিল, “আসুন স্যার, আমাদের আছে সবচাইতে লম্বা বাঁশ, আমরাই পারি সেরা রেটে আপনার পশ্চাৎ মারিতে”। “থামো”, বলিল নগদ, “১৮ টাকায় পো₹ মারিয়া দেশের ক্ষতি করিতেছ তোমরা” সুমধুর সুরে ডাকিয়া কহিল “স্যার, আমরাই মারিব আপনার পশ্চাৎ, ১১ টাকা ৪৯ পয়সায়”। এমএফএস এর বাঁশের আরতে বসিয়া ভাবিলাম কোনখানা নিবো, প্রশ্ন করিলাম “আপনাদের দুই কোম্পানি ছাড়া আরও কোন কোম্পানির বাঁশ পাওয়ার উপায় আছে?"। দূর থেকে কে যেন হাকিলো “উপায় আছে, উপায় আছে”।...

জানুয়ারী 19, 2022 · 1 min · Mubashshir

নিক্স র‍্যান্ট

এই র‍্যান্ট টা আসলে আমার না 😼 ২০২১-০৯-২৩ তারিখে @lazerl0rd টেলিগ্রামে এই র‍্যান্টটা পাবলিশ করেছিলেন 🙃। আর কথা না বাড়িয়ে র‍্যান্টে চলে যাই। নিক্সের বিশেষত্ব আসলে কোথায়? আমি ক’দিন আগে হ্যাকারনিউজে একটা আর্টিকেল পড়লাম1 যেখানে একজন নিক্সের “বিজ্ঞাপন” দিচ্ছিল, কিন্তু নিক্সের একমাত্র উল্লেখযোগ্য সুবিধা হল এক লাইব্রেরির একাধিক ভার্সন ইন্সটল করা যায় (প্রত্যেকে আলাদা ডিরেক্টরিতে), কিন্তু এই বৈশিষ্ট্য FHS2 এর বিরোধী (নিক্সের অন্যান্য অনেক বৈশিষ্ট্যের মধ্যে)। এই বৈশিষ্ট্য ছাড়া অন্যান্য বিষয়ে আমি এই কমেন্ট3 ও পরবর্তী কমেন্টগুলোর সাথে মোটামুটি একমত।...

সেপ্টেম্বর 26, 2021 · 3 min · Mubashshir